কথায় বলে, ‘আগে চাই মাতৃভাষার গাঁথুনি, পরে অন্য কিছু।’ এদেশে তার উল্টো। ভাষা রক্ষার জন্য গেছে প্রাণ। করতে হয়েছে সংগ্রাম। ভাষা আন্দোলনের সোপান বেয়ে এসেছে স্বাধীনতা। সে ভাষা আজ অবহেলিত, অবজ্ঞার শিকার। গ্রাম বাংলার চিত্রও পাল্টে গেছে। সবচেয়ে বেদনার ব্যাপার...